সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে বিষ দিয়ে ২০লাখ টাকার মাছ নিধন, এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

পুকুরে বিষ দিয়ে ২০লাখ টাকার মাছ নিধন, এ কেমন শত্রুতা!
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া উত্তরের বিল সরকারী পুকুরে এ ঘটনা ঘটে। বিষ (গ্যাস ট্যাবলেট ) প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
১৫ বিঘা এ পুকুরটি বেংনাই মৎসজীবি সমিতি সরকরী নিয়ম মেনে লীজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছিল। কিন্তু গত রবিবার ভোর রাতে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরে থাকা রুই কাতলা,মৃগেলসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ নিধন করেছে। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
বেংনাই মৎসজীবি সমিতির সভাপতি সুমঙ্গল চন্দ্র হাওলাদার বলেন,আমরা সরকারে কাছ থেকে নিয়ম মেনে পুকুর লীজ নিয়ে ব্যবসা করে আসছিল। উপজেলার মাটিকোড়া গ্রামের দক্ষিন পাড়ায় আরো একটি পুকুর লীজ নিতে আমার আবেদন করি। সরকারী নিয়ম মেনে আমার পুকুরটি পাওয়ার পর থেকে বিভিন্ন সময় হুমকী-দামকি দিয়ে আসছে অপর পক্ষ। গত শনিবার আমি পাঙ্গাসী মাছ আড়ৎ থেকে বাড়ি ফিরছিলাম রাস্তায় মাটিকোড়া গ্রামের মৃত গুট্টু শেখের ছেলে আলতাফ হোসেন (৩৭) একই গ্রামের জয়নাল শেখের ছেলে আবু হোসেন (৪০) ও আব্দুল হালিম (৩২) মোটরসাইকেল গতিরোধ করে হুমকি দামকি দেয় আমাকে। ওই রাতেই আমাদের পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করে। থানায় আলতাফ হোসেন, আবু হোসেন ও আব্দুল হালিমের নামে ও অজ্ঞাত ৪/৫ জনের মানে থানায় অভিযোগ করা হয়েছে।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন