বাজারের দোকান মালিক ফনিভুষন জানায় আমার দোকান থেকে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে আর আমার দোকানে পেট্রোল ও ডিজেল থাকার কারনে এলাকাবাসীর শত প্রচেষ্ঠায় ও আগুন নেভানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, আমার নগদ এক লক্ষ টাকা সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।পার্শ্ববর্তী কাপড়ের দোকানমালিক বিগানু জানায় আমার প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় পুড়ে গেছে।এছাড়া আলেফফরের ওষুধের দোকান,ঠুকলুতের গালামালের দোকান,কছিরও সজীবের গালামালের দোকান,তহিদুলের কাপড়ের দোকান,মুসার কাঠের দোকান এবং নিমাইয়ের পার্টসের দোকানসহ আরো অনেক দোকান পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পত্রিকা একাত্তর / মোঃ সাহিদুল ইসলাম