একাত্তরের ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রিতে নিহত শহীদদের স্মরণে গণহত্যা দিবসে নীলফামারীর ডোমার সরকারী কলেজের আয়োজনে স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫শে মার্চ) সকালে উপজেলার ডোমার সরকারী কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক বক্তব্য রাখেন—বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মো. ইছাহাক আলী, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মো. আল-আমিন রহমান, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মো. স্বপন রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথি হিসেবে আগত ২ জন মুক্তিযোদ্ধাকে ডোমার সরকারী কলেজ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, রোভার স্কাউট গ্রুপ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমার সরকারী কলেজে গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
