প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশরত আলীর ছেলে জাহিদ প্রামানিকের ইটভাটায় মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি শাকিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্ততি চলছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর আটক করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।
পত্রিকা একাত্তর / মোঃ সোহাগ আরেফিন