বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক (এলএমএসস) নাইম খান(২৮) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার গাংনী গ্রামের হিরোন এর পরিত্যক্ত বাড়ির উঠোন থেকে গুরুত্বর জখম ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। সে মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত নাইম খান তার বাড়ির পাশে হিরোন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। এসময় রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইলে একটি কল আসে। এর পরে সে লুডু খেলা ছেড়ে চলে যায়। কিছু ক্ষন পর হিরোন এর পরিত্যক্ত বাড়ির উঠানে ফাতেমা নামের পাশের বাড়ির এক মহিলা তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে নািমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে মোল্লাহাট থানা পুলিশ মোতায়েন রয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে নাইম কানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় তার স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষনা করেন। নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব
সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল সমাজসেবা কর্মীর
২৫ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
