সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে এক স্কুলের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন স্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

২২ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

নড়াইলে এক স্কুলের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন স্ত্রী
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
নড়াইল সদরের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এলাকার সচেতন জনগণের ব্যানারে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মোল্যা, সাবেক ইউপি মেম্বর মিলন মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.কে সাগর প্রমুখ।
বক্তারা বলেন, হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া মাঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম অনিয়ম করে আয়া পদে স্ত্রী নাদিরা সুলতানাকে, পরিচ্ছন্নকর্মী পদে বড় ভাইয়ের ছেলে রাসেল মোল্যাকে এবং অফিস সহায়ক পদে বংশের ভাইপো সালমান মোল্যাকে নিয়োগের সব ধরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এছাড়া বিদ্যালয় উন্নয়নের নামেও দুর্নীতি করেছেন। সভাপতি জাহাঙ্গীর আলমকে দ্রুত অপসারণ করে বিদ্যালয় সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
অভিভাবক সদস্য মাফুজার শেখ জানান, অফিস সহায়ক, পরিচ্ছন্নকর্মী ও আয়া পদে নিয়োগের দিন ২০ মার্চ আমাকে এক ঘণ্টার জন্য নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব দেন বিদ্যালয়ের সভাপতি। আমি তেমন পড়ালেখা জানি না। তাই কোন কিছু বুঝে উঠার আগেই নিয়োগের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেয় বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম। আমার সাথে প্রতারণা করায় সভাপতির অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার দে জানান, তিনটি পদে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক নিয়োগ বোর্ডের সদস্য ডিজির প্রতিনিধি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্য সদস্যদের উপস্থিতিতে গত ২০মার্চ লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে অভিযোগ উঠায় ডিজির প্রতিনিধি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় কাউকেই নিয়োগপত্র দেয়া সম্ভব হয়নি।
এদিকে সভাপতি জাহাঙ্গীর আলমের দ্রুত অপসারণ দাবিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য যশোর বোর্ডের চেয়ারম্যানসহ নড়াইলের জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষের লোকজন মিথ্যা কথা রটাচ্ছেন। বিদ্যালয়ে জনবল কাঠামো নিয়োগের বিধি অনুযায়ী অফিস সহায়ক, পরিচ্ছন্নকর্মী ও আয়া পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। কোন নিয়োগে অনৈতিক হস্তক্ষেপ করিনি।
জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান বলেন, মঙ্গলবার (২২মার্চ) বেলা ১১টার দিকে সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার দে ফোন করে জানায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শারিরীক কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তবে অনিয়মের মাধ্যমে তার তিন আত্নীয়ের চাকরি দেবার প্রচেষ্টার বিষয়টি জানা ছিল না। যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে আর নিয়োগ দিতে পারবেন না।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু