পটুয়াখালীতে নিখোজের একদিন পর সরকারি কলেজের অধ্যাপিকা মনোরা সুলতানা রুমির মরদেও উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সকাল ৮টায় পায়রা কুঞ্জ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায় গত ১৯ মার্চ সন্ধ্যায় শহরের নিজ বাসা সবুজবাগ থেকে নিখোজ হন তিনি ।
পরে আত্মীয় স্বজন খোজাখোজি করলেও তাকে আর পাওয়া যায়নি। আজ সোমবার কেউ পরিবারকে ফোন করে জানালে পায়রা কুঞ্জ থেকে স্বজনদের উপস্থিতির মধ্যে পুলিশ মরদেহটি পোস্ট মর্ডামের জন্য সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এবিষয় পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান মরদেওটি উদ্ধার করা হয়েছে। সত্যিকার ঘটনা উন্মোচন করতে তদন্ত কাজ চলছে।
পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু
নিখোজের একদিন পর মরদেহ উদ্ধার
২১ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
