বাগেরহাটের মোংলা পশুর নদী থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। রবিবার (২০ মার্চ) সকালে ওমেরাগ্যাস জেটিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করা হয়। আটককৃত চোরাকারবারি ও উদ্ধার ডিজেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের মৃত আঃহান্নানের ছেলে মোঃনুরআলম (৫৩) এবং খুলনা জেলার মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১)।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার লিটার ট্রলারসহ কয়েকটি ড্রামে থাকা চার হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। ডিজেল চোরা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব
মোংলা পশুর নদী থেকে চোরাই ডিজেলসহ ২ চোরা কারবারিকে আটক
২০ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
.jpg)