সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে মধুমতি নদীতে বাঁধ নির্মাণে গাফিলতি ও অনিয়মের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

নড়াইলে মধুমতি নদীতে বাঁধ নির্মাণে গাফিলতি ও অনিয়মের প্রতিবাদ
নড়াইল জেলার লোহাগড়ার শিয়রবর এলাকায় মধুমতি নদী শাসনে বাঁধ নির্মাণে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতি আর অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার (১৯ মার্চ) শিয়রবর বাজার এলাকায় নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২০ সালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর বাজার এলাকায় মধুমতি নদীর তীরে ভাঙন রোধে ৪ শ মিটার স্থায়ী নদীর তীর প্রতিরক্ষা কাজের জন্য ৯ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। টেন্ডারের মাধ্যমে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডাস লিঃ এবং বি.জে জিও টেক্সাইল লিঃ জেবি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এর কার্যাদেশ পান এবং ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, ঠিকাদার নদীর ভাঙন রক্ষার জন্য প্রাথমিকভাবে কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলে রেখেছে এবং নদীর পড়ে ব্লক তৈরি করে রেখেছে যা এখনও ভাঙন রক্ষার জন্য নদীর তীরে ফেলা হয়নি। কাজের মেয়াদ শেষ হলেও মাত্র ১০ শতাংশ কাজ করা হয়েছে। আর ৯০ শতাশং কাজ এখনও বাকী রয়েছে।
নিয়মমাফিক দ্রুত কাজ করার দাবী জানিয়ে শনিবার (১৯ মার্চ) ভাঙ্গন কবলিত এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও শিয়রবর আজিজ আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলী, আনিচুর রহমান ধলু, আবুল হাসান, মেহেদী হাসান, রোবায়েত মোল্যা, এখলাচুর রহমান প্রমুখ।
ঠিকাদারের সাইড ঠিকাদার জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সময়মত কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে কর্তৃপক্ষের সাথে চুক্তির মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বের্ডের নির্বাহী কর্মকর্তা উজ্বল সেন বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। বাকি কাজ শেষ করার জন্য আরও ১ বছর কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু