সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

আলীবাবা থিম পার্কে যুবলীগের চাঁদা দাবি, হামলা ও ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

১৯ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

আলীবাবা থিম পার্কে যুবলীগের চাঁদা দাবি, হামলা ও ভাঙচুর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার দূর্গম চরাঞ্চলে গড়ে উঠা বিনোদন কেন্দ্র আলীবাবা থিম পার্কে যুবলীগের চাঁদা দাবিকে কেন্দ্র করে  হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সাড়ে ১১টার সময় পাশ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলম বাদশার নেতৃত্বে ১৮ হতে ২০ জন যুবক দেশীয় অস্ত্র ও পিস্তুল নিয়ে হামলা চালায়।
এ সময় তারা পার্কের ম্যানেজারের কক্ষ, টিকিট কাউন্ডার ভাঙচুর করে। ম্যানেজারের কক্ষে থাকা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ও চরবাসি ঘটনাস্থলে ছুটে গেলে তারা পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে ম্যানেজার বাদী হয়ে ৪৮ জন এজাহার নামীও এবং ৮০ হতে ৯০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। 
জানা গেছে, দীর্ঘদিন থেকে যুলীগ সভাপতি বাদশা ম্যানেজারের নিকট চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন শুক্রবার ১৮ হতে ২০ জন যুবক টিকিট না কেটে পার্কে প্রবেশের অনুমতি চায়। গেটম্যান শহিদুল ইসলাম বিষয়টি ম্যানেজার তাওহীদুল ইসলাম তোহিদকে অবগত করায়। ম্যানেজার আসলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায় যুবলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র রাম দা,  চাকু, ছুরি, চাইনিজ কুড়াল ও পিস্তুল উছিয়ে পার্কে ভিতরে প্রবেশ করে। যুবকরা টিকিট কাউন্টার, ম্যানেজারের কক্ষে প্রবেশ করে এ্যালোপাথারি ভাঙচুর করে। 
প্রত্যক্ষদর্শী লাঠশালা চরের আব্দুর রাজ্জাক জানান, তিনি পার্কের গেটের সামনে দাড়িয়ে এক দর্শণার্থীর সাথে কথা বলছিল। হঠাৎ ১৮ হতে ২০ জন যুবক পার্কের গেটের সামনে এসে গেটম্যানের সাথে ভিতরে প্রবেশ করা নিয়ে বাকবিতন্ডা শুরু করে। এরই এক পর্যায় ধাক্কা দিয়ে গেট খুলে তারা ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। কিছুক্ষণ পরে তারা চলে যান। 
ম্যানেজার তাওহিদুল ইসলাম তৌহিদ জানান, দীর্ঘ একমাস থেকে পীরগাছার ছাওলা ইউনিয়নের  যুবলীগ সভাপতি শাহ আলম বাদশা  এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ম্যানেজার তাকে চাঁদা দিবে না জানিয়ে দেয়। এরপরও বাদশা ৩ হতে ৪ দিন চাঁদা নিতে আসে। সর্বশেষ বাদশা ম্যানেজারকে জানিয়ে দেয়, চাঁদা না দিলে তারা পার্ক বন্ধ করে দিবে।  চাঁদা না দেয়াকে কেন্দ্র করে তারা শুক্রবার পার্কে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ প্রায় ৪ লাখ টাকার সম্পদ ভাঙচুর করে। 
পার্কের স্বত্তাধিকারি ইয়ার আলী জানান, পার্কটিকে প্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় নেতাকর্মীদের সাথে কোন ঝামেলায়  যেতে চাইনি। সে কারণে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসলেও কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। তাছাড়া যেসব নেতাকর্মী চাঁদা দাবি করেছিল তাদের দখলে ছিল পার্কের একমাত্র চলাচলের রাস্তা। বিষয়টি নিয়ে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা পার্কের মঙ্গল চায়নি। সে কারণে আইনগতভাবে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আলীবাবা থিম পার্কটি উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ পার্ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ঠিক সেই সময়ে পীরগাছা উপজেলার যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। তিনি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান। 
পীরগাছা উপজেলা যুবলীগ আহবায়ক আরিফুল হক লিটন জানান, ছাওলা ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদশাসহ অপর একজন বিনা টিকিটে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। এনিয়ে গেটম্যানের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে পার্কের লোকজন বাদশাকে ভিতরে নিয়ে বেদম মারপিঠ করে। এর প্রতিবাদে কয়েক জন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিকিট কাউন্টারের গ্লাস ভাঙচুর করে বাদশাকে নিয়ে আসে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি।  
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যুবলীগ নেতাকর্মীরা বিনা টিকিটে পার্কের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। এনিয়ে বাকতিন্ডার এক পর্যায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার থানায় মামলা হয়েছে। এজাহারের চাঁদা দাবি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের বিষয়টি উল্লেখ রয়েছে।  
পত্রিকা একাত্তর / মোঃ হযরত বেল্লাল