‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন হোক রঙিন’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, জাবেদুল ইসলাম সানবীম, মেহের উল হোসেন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুল আজিজ, শাহিনুর ইসলাম, বিশ্বনাথ রায়, ফাতেমা আক্তার রুমা, মাসুমা আক্তার প্রমূখ।
এর আগে, সকালে ডোমার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং শেখ রাসেল দেয়ালিকায় ইতিহাস ও মুজিব সম্বলিত প্রদর্শনী প্রদর্শন করা হয়।