নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (১৪ই মার্চ) রাতে ভুক্তভোগী কিশোরীর বাড়ি থেকে অভিযুক্ত সিরাজুলকে আটক করা হয়। সিরাজুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের কারেঙ্গাতলী এলাকার মো. জলিল মিয়ার পুত্র। ভুক্তভোগী কিশোরীর মা ডোমার থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গোসাইর হাট জোড়াঘুন্টি এলাকায় কিশোরীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সিরাজুল ইসলাম প্রেমের প্রলোভনে ফুসলিয়ে কিশোরীর শয়ন ঘরে নিয়ে যায়। সেখানে এক পর্যায়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করলে, কিশোরী চিৎকার করেন। এসময় প্রতিবেশীরা ছুটে এসে কিশোরী ও সিরাজুল ইসলামকে দেখতে পায় এবং সিরাজুলকে আটক করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কিশোরীর মায়ের দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় সিরাজুল ইসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃত কিশোর ও পুলিশ হেফাজতে থাকা কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।