রোব বার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কমান্ডার এর রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা ও ছালাম সম্পুর্ন শেষে কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পুর্ন করা হয়েছে। উপজেলার এস এস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় ছালাম ও নামাজে জানাযা অনুষ্টানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত বীর মুক্তি যোদ্ধা ও রাজ নৈতিক নেতৃবৃন্দ সহ হাজার হাজার ধর্ম প্রান মুসলিম জনতা অংশ গ্রহন করেন। এসময় বীর মক্তি যোদ্ধা সহ অসংখ সম্মানীয় ব্যক্তি বর্গ বক্তব্যে মুক্তি যোদ্ধা মরহুম সংসদ কমান্ডার এর স্বৃস্তি চারন করে জান্নাত কামনা করেন। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পুর্ন করা হয়।
পত্রিকা একাত্তর / লুৎফর রহমান
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সুসম্পন্ন
১৩ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
