গত ইং ১০/০৩/২০২২ তারিখ রাত্রি ১০:০০ ঘটিকার সময় মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ী মোঃ তাহনিক ইসলাম অয়ন ঈশ্বরদী থানাধীন লক্ষীকু্ন্ডা ইউনিয়নের এমপির মোড় নামক বাজারে অবস্থিত তাহার মোবাইল ব্যংকিং দোকান বন্ধ করিয়া নগদ ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা ও তাহার ব্যবসার কাজে ব্যবহৃত ০৭ টি মোবাইল ফোন একটি হ্যান্ডব্যাগে নিয়ে বাড়ি ফেরার পথে নুনুল্লাপুর গ্রামস্থ্য জনৈক আঃ রাজ্জাক মৃধার বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ধৃত আসামী ১। মোঃ সুজন আলী (২৮), পিতা-মোঃ ছলিম সরদার, সাং-নুরুল্লাপুর, ২। মোঃ রিমেল @ রবিন (২০), পিতা-মোঃ রবি বিশ্বাস, ৩। মোঃ রায়হান বিশ্বাস (২০), পিতা-মৃত সেন্টু বিশ্বাস, উভয় সাং-বুরামপুর, ৪। মোঃ রনি মোল্লা (২০), পিতা-মৃত মজনু মোল্লা, সাং-কামালপুর, ৫। মোঃ লিমন বিশ্বাস (২১), পিতা-মোঃ সিরাজুল বিশ্বাস, সাং-চর রুপপুর, সর্ব থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা গন আগ্নেয়াস্ত্র ও হাসুয়ার ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর উক্ত সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা প্রাপ্ত হয় এবং তাহার নির্দেশ মতে এসআই/ মোঃ আতিকুল ইষলাম ও এসআই/মোঃ নূরুন নবী থানার অন্যান্ন পুলিশ টহল দল সঙ্গে নিয়ে লক্ষীকুন্ডা, পাকশী ও সাহাপুর ইউনিয়ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করিয়া উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্য ও দেখানো মতে বিভিন্ন স্থান হতে সমুদয় লুন্ঠিত টাকা, মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড কার্তুজ ও ০১ টি হাসুয়া উদ্ধার করা হয়।
উক্ত ঘটনা সংক্রান্তে ঈশ্বরদী থানায় টাকা ছিনতাই সংক্রান্তে দ্রুতবিচার আইনে একটি ও অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
পত্রিকা একাত্তর/ রুবিয়াত
পাবনার ঈশ্বরদী উপজেলায় ৫ ছিনতাইকারী গ্রেফতার
১২ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
