সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

জমি নিয়ে বিরোধের জের তুঙ্গে, থানায় অভিযোগ দায়ের

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১২ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

জমি নিয়ে বিরোধের জের তুঙ্গে, থানায় অভিযোগ দায়ের

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আইনুল ইসলাম সহ ৭ জনের নামে থানায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ও তার পরিবার যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকায় বলে জানিয়েছে বাদীপক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে দুইপক্ষের মীমাংসা করে দিলেও অভিযোগে উল্লেখিত বিবাদী আইনুল ইসলাম ও বিবাদী (২) গোলাপ হোসেনের কুপরামর্শে পুনরায় ভোগদখল করার চেষ্টা করছে।

অভিযোগকারী মো. তইবুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবৎ তফসিল বর্নিত জমি ভোগদখল করে আসছি। জমির খারিজ বাদীর নামে রয়েছে এবং বাদী খাজনা পরিশোধ করলে ভুলবশত মাঠ রেকর্ড বিবাদীর নামে আছে। এর প্রেক্ষিতে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে বাদী জানায়। বিবাদী উক্ত তফসিল বর্নিত জমিকে কেন্দ্র করে গণ্ডগোল করার লক্ষ্যে বিভিন্ন পায়তারা করছে এবং বাদীকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করে।

বিবাদী মো. আইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে। উক্ত তফসিল বর্নিত জমি বিবাদীর পৈতৃক সম্পত্তি ও রেকর্ড বিবাদীর নামে আছে বলে তিনি জোর দাবী জানায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ডোমার থানায় দায়েরকৃত দুইটি জিডি নম্বর যথাক্রমে ২৭ ও ৪৪০। অভিযোগে উল্লেখিত জমির পরিমান আনুমানিক ২ একর ২২ শতক, যার মধ্যে ১ একর ৬০ শতক নালিশীয়।

পত্রিকা একাত্তর/রিশাদ