জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
প্রথমে সকাল ৯ ঘটিকায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি ও উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত এর নেতৃত্বে সর্ব স্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এর পর উপজেলা পরিষদ হল রুমে গণভবন থেকে প্রচারিত সরাসরি জাতীয় উদ্দেশ্যে ৭ই মার্চের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী প্রদর্শন করা হয়।
বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দল্লাহ আল মামুন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,ওসি তদন্ত আঃ মজিদ। এছাড়াও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ রাজু আহমেদ , খোরশেদ আলম ভিপি,প্রমুখ। অনুষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধুর ভাষণের উপর চরম উত্তেজনা পূর্ণ প্রতিযোগিতায় সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) ১ম স্থান অধিকার করেন,সাদিকুন্নাহার সাদিয়া, ২য় স্থান-অধিকার করেন জান্নাতুজ্জামান জয়ী,চিলড্রেন হোম পাবলিক স্কুল ও ৩য় স্থান অধিকার করে সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মারিয়া আক্রাম দিঘি । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
পত্রিকা একাত্তর/ মোঃসিহাব উদ্দিন
সরিষাবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
.jpg)