ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ২ নং ওয়ার্ড মৃধা বাড়ীর বিধবা ভানু বেগমের থাকার বসত ঘর ৮ মাস পূর্বে আগুন লেগে সম্পুর্ণ পুড়ে যায়। অসহায় ভানু বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে অর্ধাহারে অনাহারে গাছের পাতার ঝুপরি ঘরে দিন কাটাতো। নতুন ঘর তোলার সামর্থ ছিলোনা তার।
এই ঘটনাটি স্বদেশ বাণী টুয়েন্টিফোর লাইভ করার পর ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর দৃষ্টিগোচর হয়। তিনি নিজ অর্থে ভানু বেগমকে টিন দিয়ে একটি সেমি পাকা ঘর তৈরি করে দিয়েছেন।
৬ ফেব্রুয়ারি রবিবার আলী আজম মুকুল এমপি ভানু বেগমের বাড়ী উপস্থিত হয়ে নতুন ঘরের চাবি বিধবা বানু বেগমের হাতে হস্তান্তর করেন।
পত্রিকা একাত্তর / নিয়াজ মাহমুদ জয়
নিজ অর্থায়নে বৃদ্ধা ভানু বেগমকে সেমিপাকা ঘর উপহার দিলেন
৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
