জাতীয় ভোটার দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ মমিনূর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্চন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম,সমাজ সেবা অফিসার অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী হাবিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক দেবু টিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,
পল্লী উন্নয়ন অফিসার সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ ও বেসরকারী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। সভায় উপজেলায় নতুন ভোটার চুড়ান্ত তালিকা পেশ করা হয়। আলোচনা সভার পুর্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম
বটিয়াঘাটায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত
২ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
