বরগুনার পাথরঘাটায় সরকারী কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসকাবে লিখিত অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের জানান।
অভিযুক্তরা হলো, পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আদম আলী মাতুব্বরের ছেলে সেকান্দার মাতুব্বর ও তার ভাগ্নে কামাল হোসেন।
তিনি বলেন, আমার শ্বশুর ও তার ছেলে আউয়াল মাতুব্বরের সাথে তার চাচাত ভাই সেকান্দারের মাতুব্বরের সাথে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় প্রায় ১২ থেকে ১৪ টি মামলা হয়েছে। প্রতেকটি মামলায় আমাকে আসামি করে হয়রানি করে আসছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা থেকে ইতিমধ্য অব্যাহতি পেয়েছি। সম্প্রতি সেকান্দারের মাতুব্বর তার ভাগ্নে কামাল মিলে আরো একটি ছিনতাই মামলা দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে। আমি একজন শিক্ষক হিসেবে এহেন হয়রানী থেকে মুক্তি চাই।
অভিযোগের বিষয়ে সেকান্দার ও তার ভাগ্নে কামাল এর মুঠোফোন (০১৬৪১৯০৩১৬১) নম্বরে যোগাযোগের চেস্টা করা হলে বন্দ পাওয়া গেছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, এবিষয়ে আমার এখন পর্যন্ত জানা নেই। খোজ খবর নিয়ে দেখছি।
পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম
পাথরঘাটায় শিকের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা
২৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
