শনিবার (২৬শে ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৩২টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সার্বিক ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম পরিচালনা করে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আজ (২৬শে ফেব্রুয়ারী) গণটিকা কার্যক্রমে সিনোভ্যাক প্রথম ডোজের ২৪ হাজার ৮ শত ৩৮ জন, ফাইজারের প্রথম ডোজের ২ হাজার ২ শত ৯২ জন, সিনোফার্মের দ্বিতীয় ডোজের ২ শত ৯২ জন, অ্যাস্ট্রোজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের ৩ হাজার ৪ শত ৬৫ জন এবং অ্যাস্ট্রোজেনেকার (কোভিশিল্ড) তৃতীয়/বুস্টার ডোজের ৩ হাজার ৮ শত ৬৩ জন সহ মোট ৩৪ হাজার ৮ শত ৫০ জনকে টিকা প্রদান করা হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ
পত্রিকা একাত্তর/রিশাদ