সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুল আকুতি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

ঠাকুরগাঁওয়ে স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুল আকুতি
ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের সাড়োডুবি গ্রামের শান্তিপারা এলাকার মোটাই এর ছোট ছেলে শ্রী ধরনী রায় (২৭) এর স্ত্রী দিপ্তী রানী রায় ভাগ্য (২০) এর আকুতি করে কান্না করে ফেলে।
তিনি শুক্রবার বিকাল ৩ টায়, সাংবাদিকদের  স্ত্রী দিপ্তী রানী বলেন যে, আমি ও ধরনী রায় গত ২০২০ সম্পর্ক করে বিয়ে করি। 
আমার স্বামীর সাথে প্রায় ৬-মাস সুখের সংসার করে আসছি। হঠাৎ আমাদের সংসারে অশান্তি শুরু হয়।পরে আমি জানতে পারি যে,আমার স্বামী অন্য কোন মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত  ঐ মেয়ের সাথে বিভিন্নভাবে ছবি তুলে আমাকে দেখালে এইসব নিয়ে সংসারে ঝগড়া - বিপাদ হলে  কৌশলে আমাকে বাপের বাড়ি রেখে আমার স্বামী পালিয়ে যায়। 
আমি গত ১৯- মাস ধরে আমি স্বামী হারা হয়ে শশুরবাড়িতে পরে আছি, মানবিকতর জীবনযাপন করছি। সে কোথায় আছে আমি জানিনা এবং কোন প্রকার  যোগাযোগ করে না।
এই সুযোগে,আমার স্বামীর পরিবার আমাকে মানসিকভাবে নির্যাতন করে চলছে, যাতে আমি তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হই। 
দিপ্তী রানী আরো জানান,যে আমার স্বামী ও তার পরিবারের লোকজন পরামর্শক পুর্বক আমার সাথে এই অমানবিক নির্যাতন চলছে  যার প্রমাণ , সে তার পরিবারের লোকজনদের সাথে ফোনে যোগাযোগ করে ও তাদের কল রেকর্ড থেকে বুঝা যায়।
এই জন্য আমার স্বামীকে তারা আমার কাছ থেকে দূরে সরায় রাখছে, যাতে করে আমি বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে যায় এবং আমার এই সংসার নষ্ট হয়ে যায়। এখন আমি কার কাছে গেলে, কি করলে আমি আমার স্বামীকে ফিরে পাবো কিছুই বুঝতে পারতেছিনা। 
তাই আপনাদের মাধ্যমে  স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি,  যাতে করে  আমার স্বামীকে ফিরে পাই ও আবারও সুখের সংসার করতে পারি।
এই বিষয়ে ধরনী রায়র  বাবার কাছে জানতে চাইলে, তিনি বলেন আমার ছেলে কোথায় আছে আমি জানি না, আমি বা আমার পরিবারের  সাথে কোন যোগাযোগ নাই। আমিও খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি ও  আপনাদেরও সহযোগিতা চাই। 

পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জীবন দাসের সাথে কথা বললে তিনি বলেন আমি জানি যে মোটাই এর ছেলে বউ রেখে পালিয়ে গেছে যার ফলে মানবতার দিনপার করছে, এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে ছেলেকে খোঁজে বের করা যায় এবং শুকানপুকুরি ইউনিয়নর চেয়ারম্যানের আনিসুর রহমানর সাথে যোগাযোগ  কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি এই ঘটনা শুনেছি, এবং দেখবো যে কি করা যায়।
পত্রিকা একাত্তর/ মোঃ আলমগীর