করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় সকল নারী ও পুরুষকে শতভাগ টিকার আওতায় আনতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২৫শে ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দিনব্যাপী ডোমার পৌরভবনে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় সার্বিক সহযোগিতা করেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা। টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ।
হাসপাতাল সুত্রে জানা যায়, শতভাগ নারী-পুরুষকে করোনা প্রতিরোধী টিকার আওতায় আনতে ব্যাপক হারে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্র, শিক্ষার্থীদের জন্য উপজেলা শিল্পকলা একাডেমি ছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিকা কেন্দ্রগুলোতে ১ম, ২য় ও বুস্টার ডোজের টিকা প্রদান চলছে।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমারে শুক্রবারেও করোনার টিকা প্রদান
২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
