ফেনী- ফুলগাজী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বর্ণমালার বই বিতরণ করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফুলগাজী একাডেমী স্কুলের সামনে, বর্ণমালা বই তুলে দেন সংগঠনের সদস্যরা।
তারা জানান, একটি ভাষার মাধুর্য বৃদ্ধি পায় সে ভাষার বর্ণমালার সঠিক উচ্চারণে। তাই শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে।
বই বিতরণের সময় লাল সবুজ উন্নয়ন সংগঠন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক: শরিফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক: কে এম রাশেদুজ্জামান রাফি, অর্থ সম্পাদক: পিয়াস মজুমদার, অনুষ্ঠান বিষয়ক: ইবারুল ইসলাম চোধুরী জিসান, এবং সদস্য: ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আল হাসান মিলাদ
ফেনী- ফুলগাজী সুবিধাবঞ্চিত শিশুদের বর্ণমালা শেখাতে বই বিতরণ
২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
