কক্সবাজার টেকনাফ উপজেলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে ৮৩২ বোতল বিদেশী মদ ও ২০৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে এসব উদ্ধার করা হয়।
জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় । অভিযান চলাকালীন উক্ত এলাকায় কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০ টি বস্তা জব্দ করা হয় । পরবর্তীতে বস্তা গুলো তল্লাশী করে ৮৩২ বোতলগ্রান্ড রয়েল বিদেশী মদ এবং ২০৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয় ।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা জানান যে,কিছু প্রভাবশালী ব্যক্তি সিন্ডিকেট করে মায়ানমার থেকে ধ্বংসাত্নক ধরণের পণ্য ( বিশেষ করে ইয়াবা, আইস) নিয়ে এসে ট্রলারে করে দেশের বিভিন্ন প্রান্তরে পৌঁছানো হয় বলে জানান। এই ধরণের সিন্ডিকেট ব্যক্তিদেরকে চিহ্ন করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে পর্যটন শিল্প ধ্বংস হবে মনে করেন।
জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানান বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আব্দুর রহমান।
পত্রিকা একাত্তর/ মোস্তাক আহমদ
সেন্টমার্টিনে বিদেশী মদ ও বিয়ার জব্দ
২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
