নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার থেকে বাবু শিকাদার নামের এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজারের পাশে মাহাবুর শিকদারের নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের নীচ তলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের যুবকের নাম বাবু শিকদার (৩৫)। সে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের আজিবর শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবু শিকাদার গত ১৪ ফেব্রুয়ারি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। গতরাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশের একটি বাড়ির নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
লোহাগড়া থানার উপ পরিদর্শক সুজিত সরকার বলেন, সংবাদ পেয়ে আমরা রাত সাড়ে ৩ টার দিকে বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ পোষ্টমর্টেমের জন্য নড়াইল সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলোনা। কয়েকদিন যাবৎ সে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
