২০২১-২২ অর্থবছরের এডিবি সাধারণ বরাদ্দ থেকে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে জেলা পরিষদ কর্তৃক সিলিংফ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩শে ফেব্রুয়ারী) ডোমার জেলা পরিষদ ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত সিলিংফ্যান বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
এসময় আরও উপস্থিত ছিলেন—বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান, ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনু প্রমূখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন সময়ে ডোমার উপজেলার সাধারণ মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। আজ ১২০টি সামাজিক সংগঠন ও গ্রামীণ বিদ্যালয়ে সিলিংফ্যান বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমারে জেলা পরিষদের উদ্যোগে সিলিংফ্যান বিতরণ
২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
