বুধবার (২৩ ফেব্রুয়ারি) "সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ" এর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা কোর্ট চত্বরে সকল সদস্যরা একত্রিত হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
তিনারা বলেন আমরা পঞ্চগড় কাদিয়ানী সম্প্রদায়ের "ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ " বন্ধের আবেদন প্রসঙ্গে জেলা প্রশাসকের নিকট একটি স্বরলিপি প্রদান করি কারণ আহমদীয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী সম্প্রদায় তাদের কুফুরী মতবাদ প্রচারের জন্য "ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ " নামের উক্ত জলসার ব্যবস্থা করেন যাতে করে অত্র অঞ্চল সহ পঞ্চগড় জেলার সরলমনা মানুষদের ঈমান ও আক্বিদা নষ্ট করতে পারে তাদের কুফুরী আক্বিদা প্রতিষ্ঠার লক্ষে জোর চালাচ্ছে বলে জানিয়েছেন।
"সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ" এর ঠাকুরগাঁও জেলা শাখার দাবীসমূহ ঃ
১.পঞ্চগড়ে কাদিয়ানীদের ২৫, ২৬, ও ২৭ফেব্রুয়ারি "ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ " বন্ধ করতে হবে। ২. রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।
৩. কাদিয়ানীদের বিভ্রান্তিকর প্রচারণার অন্যতম মাধ্যম MTA ( মুসলিম টেলিভিশন আহমদিয়া) এর সম্প্রচার বাংলাদেশ সহ ঠাকুরগাঁও জেলায় বন্ধ করতে হবে।
৪. কাদিয়ানী সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক তাদের ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়তে পারবে না।
"সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ" এর ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুফতি ফরিদুল ইসলাম কাসেমি বলেন যে ব্যক্তি মুসা (আঃ) কে মানে কিন্তু ঈসাকে মানে না, আথবা ঈসাকে মানে মুহাম্মদ (সাঃ) কে মানে না, আথবা মুহাম্মদ (সাঃ) কে মানে কিন্তু মসীহে মওউদকে (মির্জা কাদিয়ানীকে) মানে না, সে শুধু কাফেরই নই; বরং পাক্কা কাফের। তিনি আরো বলেন আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ঈমান আক্বিদা ও মানবাধিকার সংগঠন ।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন
কাদিয়ানীদের "ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ " বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান
২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
