সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে পাওনা টাকা আদায় ও জমি উদ্ধার-অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

নড়াইলে পাওনা টাকা আদায়  ও জমি উদ্ধার-অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
লোকালয়ে গড়ে উঠা অবৈধ ইটভাটা মালিকের কাছে জমি লিজের পাওনা টাকা আদায় এবং জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী।
জেলার কালিয়া পৌরসভার বেন্দা এলাকার বাসিন্দা জামাল হোসেন জানান, স্থানীয় সুপার ব্রীক্স ভাটার মালিক ৪ একর ৪৪ শতাংশ জমির চার বছরের লিজের বকেয়া প্রায় ৮ লাখ টাকা এমনকি জমিও ফেরত দিচ্ছে না। টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি এবং জীবননাশের ভয় দেওয়া হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কোনো সাড়া মেলেনি। তিনি জানান, এই জমিটুকুই তার একমাত্র সম্বল। দুই সন্তানের মধ্যে কন্যা মেডিকেলে এবং পূত্র মাদ্রাসায় লেখাপড়া করলেও তাদের খরচ জোগাতে পারছেন না। ফলে কোন প্রকার আয় ইনকামহীন জামাল হোসেন এখন বিভিন্ন দায়-দেনায় পড়ে এখন এলাকা ছাড়া। 
বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে নড়াইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলার কালিয়া পৌরসভার বেন্দা এলাকার বাসিন্দা মৃত ফায়েক শিকদারের পূত্র জামাল হোসেন (৬০) জানান, বেন্দা মৌজার ৪টি দাগে পৈত্রিক এবং নিজের ক্রয়কৃত মোট ৪ একর ৪৪ শতাংশ জমি রয়েছে। ২০১৭ সালের ২৬ জুলাই পার্শ্ববর্তী কাঞ্চনপুর এলাকার মৃত আকাম শেখের পূত্র রিকাইল শেখ তার এই জমি প্রতি বছর দুই লাখ টাকার চুক্তিতে লিজ নিলেও প্রথম বছর ১ লাখ টাকা পরিশোধ করে। এরপর থেকে রিকায়েল শেখ আর এক টাকাও প্রদান করেনি। বিভিন্ন সময় ভাটার মালিকের কাছে পওনা টাকার জন্য গেলেও তাকে নানা প্রকার হুমকি ধমকি ও জীবননাশের ভয় দেখানো হয়ে থাকে। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানালেও কোন সুফল পাননি। এদিকে লোকালয়ে গড়ে ওঠা এই অবৈধ ভাটা বন্ধের জন্য যশোর ও ঢাকা পরিবেশ অধিদপ্তর এবং খুলনা ও ঢাকা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি। 
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ১ মাইলের মধ্যে ইটভাটা করা যাবেনা এ ধরনের সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে লোকালয়ে গড়ে ওঠা এই সুপার ব্রীক্সের ভাটার ৫শ গজের মধ্যে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু