নীলফামারীর ডোমারে স্কুল শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা অর্থাৎ চোখের যত্ন, নখের যত্ন ও নিরাপদ স্যানিটারি অনুশীলন প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিশুদের চোখ, নখের যত্ন সহ নিরাপদ স্যানিটারি অনুশীলনের মাধ্যমে নিজেকে সুস্থ্য রাখতে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন কর্মশালার প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্বন্ধিত প্রচারণা সম্ভব হলে সকলেই সতর্কতা ও পরিচ্ছন্নতা মেনে চলবে।
পত্রিকা একাত্তর/রিশাদ
ডোমারে স্কুলের শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
