সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতির উপর হামলা গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

সুনামগন্জ জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতির উপর হামলা  গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবকন্ঠ  এবং দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি প্রবীন সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিনের নির্দেশনায় পরিকল্পিত হামলার ঘটনায় হাফিজসহ সকল দোষীদের সংগঠন থেকে বহিস্কারের পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবীতে  সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর ২ টায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরিক সমাজের আয়োজনে সদর পশ্চিম বাজারে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার,  আহমেদ কবির, শামসুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন তালুকদার আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ । 
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন তাহিরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর পরিকল্পিত হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করে উপজেলা যুবলীগের আহবায়ক র্দূনীতিবাজ হাফিজ উদ্দিন ও তার ভাতিজা মাদকাসক্ত আবুল বাশার। ওরা যুবলীগের নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম করে গেলে তাদের ভয়ে কেহ কথা বলতে পারে না। এই যুবলীগ নেতার নানান অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হাফিজ উদ্দিন প্রতিশোধ নিতেই মূলত এই প্রবীন সাংবাদিকের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হাফিজ উদ্দিনের মতো র্দূনীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীকে সংগঠন থেকে বহিস্কারের পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান সাংবাদিক নেতারা। অন্যতায় সাংবাদিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন তারা।
পত্রিকা একাত্তর/ মুরাদ মিয়া