ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামে পারুলা খাতুন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।
জানা যায়, গত শনিবার রাতে খাওয়া দাওয়া করে তিনি ঘুমাতে যান,আনুমানিক রাত ১১ টার দিকে তার সন্তান
বাজার থেকে ফিরে এসে তার মা-কে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। পরে তার ডাকচিৎকারের আশপাশের এলাকাবাসী ছুটে এসে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল এসে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
গৃহবধূ পারুলা খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন হরিনাকুণ্ডু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
পত্রিকা একাত্তর/ উদয়
হরিনাকুণ্ডুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
২০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
