রাজশাহীর দুর্গাপুরে ১০ লিটার চোলাইমদ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন দুর্গাপুর থানার পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে মোঃ সালাম মন্ডল (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার চোলাইমদ সহ সিংগা পূর্বপাড়া থেকে গ্রেফতার করেন। দুর্গাপুর থানার এসআই প্রণয় কুমার, এএসআই আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগা পূর্বপাড়ায় মোঃ সালাম মন্ডল (৬০) এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এবং তার কাছ থেকে ১০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী কাছ থেকে জানতে চাইলে তিনি জানিয়েছেন, সালাম মন্ডলের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী সালামকে জেল হাজতে প্রেরণ করা হবে৷
পত্রিকা একাত্তর/ রাজু আহমেদ
দুর্গাপুরে ১০ লিটার চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী আটক
২০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
