সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে পিসি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে পিসি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
 বাগেরহাট সরকারি পিসি কলেজে সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কলেজে এসে ২০০ টাকা সেশন চার্জ বৃদ্ধির খবর শুনে এই আন্দোলন শুরু করেন। 
 পরে “বঙ্গবন্ধু ম্যুরাল”এর পাদদেশে অবস্থান নেন তারা। নির্ধারিত দিনে কলেজে এসে ভর্তি হতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কলেজ শাখা ছাত্রলীগও বিক্ষোভে অংশগ্রহণ করেন। 

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুপুর ১টার দিকে অতিরিক্ত ২০০ টাকা কর্তন করে ভর্তি কার্যক্রম চলমান রাখার ঘোষনা দেন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান। ঘোষণার পরে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থী ও ছাত্র নেতারা জানান, শিক্ষার্থীদের না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা, নৈশ প্রহরী ও কর্মচারী বাবদ নেওয়া ৩৫০ টাকা থেকে ৫০০টাকা এবং পরিবহন বাবদ ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে নতুন সেশন চার্জ ঘোষনা করে। করোনাকালে যেটা দেয়া অনেক শিক্ষার্থীর পরিবারের জন্য কষ্টদায়ক। অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই ২০০ টাকা দিতে অস্বীকৃতিও জানিয়েছেন। এ জন্য আমরা আন্দোলন করেছি। অধ্যক্ষ ও কলেজ প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায়, আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হতে আসা শিক্ষার্থী শরীফা আক্তার মুনিয়া বলেন, ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে হিসেব করে টাকা দিয়েছে। এসে শুনি ২০০ টাকা বেশি। টাকা বেশি শুনলে বাবাও খুব রাগ করত। ভর্তিতে অতিরিক্ত টাকা কমায় আমাদের খুব ভাল হয়েছে। এজন্য ছাত্র নেতা ও অধ্যক্ষ স্যারকে আমরা ধন্যবাদ জানাই।

বাগেরহাট সরকারি পিসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই তিন বিভাগে ৯৫০টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্যশিক্ষার্থী প্রতি ২৩২০ টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে ২২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছিল। এই টাকার মধ্যে নিরাপত্তা, নৈশ প্রহরী ও অত্যাবশ্যকীয় কর্মচারী বাবদ ৫০০ টাকা যা আগে ছিল ৩৫০ টাকা এবং পরিবহন বাবদ ২০০ টাকা যা আগে ১৫০ টাকা। এই দুই খাতের টাকা পূর্বের পরিমানে নেওয়ার জন্য আন্দোলন করে শিক্ষার্থীরা।

শিকার্থীদের আন্দোলন ও অতিরিক্ত সেসন চার্জের বিষয়ে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র মোতাবেক ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কলেজের পরিবহন ও অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে ফি বৃদ্ধি করা যাবে। সে অনুযায়ী এবছর পরিবহন খাতে ৫০ টাকা ও নিরাপত্তা, নৈশ প্রহরী, অত্যবশ্যকীয় কর্মচারী খাতে ১৫০টাকা বৃদ্ধি করা হয়েছিল। এটা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছিল। যেহেতু শিক্ষার্থীরা এই অতিরিক্ত টাকার বিষয়ে প্রশ্ন তুলেছে, এজন্য আমরা অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। পূর্বের টাকা অর্থ্যাৎ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ২১২০ টাকা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব