নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিক্সা চালক বলরাম মজুমদার (১৫)কে গত ৩১ জানুয়ারী ২০২২ মধ্যযুগীয় কায়দায় নূশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টার সময় বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সনতোষ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক,সাবেক কমিশনার বাবু কমল কান্তি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাবু অরবিন্দুভৌমিক,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য কালে মেয়র আবদুল কাদের মির্জা বলেন গত ৩১ শে জানুয়ারী অটোরিক্সা চালক চালক বলরাম মজুমদার (১৫)কে নূশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবী করেন।
এসময় মেয়র আবদুল কাদের মির্জা নিহত অটোরিক্সা চালক চালক বলরাম মজুমদারের পরিবারে জন্য তার মা বাবার হাতে নগদ ৫০হাজার টাকা সহায়তা প্রদান করেন।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ শাকিল
কোম্পানীগঞ্জে অটোচালক বলরামের হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
