রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর ৩:০০ ঘটিকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে ১৬০ জন গরীব দুঃখী ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেন জনাবঃমোঃরেজাউল করীম,সেক্রেটারি নীলফামারী জেলা জমঈয়তে আহলে হাদীস।
খাদ্য বিতারন কালে আরো উপস্থিত ছিলেন ,মোঃসিরাজুল ইসলাম,মোঃবনিক মিয়া,মোঃবারাক আলা প্রামানিক,মোঃ আবু তালেব আরও গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
এসময় আরো উপস্থিত ছিলেন ১৫-২০ টি পত্রিকা/টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ।
পত্রিকা একাত্তর/ মোঃ আবু তালেব
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক খাদ্য বিতরণ
১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
