নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গোপিনাথপুরে ভুট্রার ক্ষেত থেকে ফকির চাঁন (৫৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফকির চাঁন গোপিনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ফকির চাঁন একজন চা বিক্রেতা। তবে চা বিক্রির পাশাপাশি তিনি দীর্ঘদীন ধরে যৌনকর্মী দিয়ে এলাকায় যৌন ব্যবসা করতেন। এজন্য এলাকাবাসী তাকে সুনজরে দেখেনি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার চা বিক্রি শেষে বাড়িতে ফিরেন। কিন্ত বিশেষ কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন
গুরুদাসপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার
১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
