যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী যুব প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদি গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের বিদায় ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে কোর্স অর্ডিনেটর ও প্রশিক্ষক পশু পালন রাজিউল ইসলামের সঞ্চালনায় ডেপুটি কো-অর্ডিনেটর শহীদুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সুচনা করা হয়।
এসময় প্রশিক্ষনার্থীদের পক্ষে ফছিহ্ আহম্মেদ লাবু, প্রশিক্ষক মৎস্য চাষ এস এম সেলিম জাবেদ, পশু চিকিৎসক ললিত চন্দ্র রায়, পল্ট্রি পালন আব্দুর বাশেদ, কৃষি ব্রজেন্দ্র নাথ রায় ও প্রশিক্ষিকা যুব কার্যক্রম পাপরী রানী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পরে উক্ত বিষয়ে ১৫ই ফেব্রুয়ারি ২০২১ ইং সাল হতে ১৫ই ফেব্রুয়ারি ২০২২ ইং সাল পর্যন্ত অংশ গ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে ৩২ জন A+, ২২ জন A, ৩ জন B, ৩ জন C এবং ৫ জন F গ্রেট পেয়ে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ সাইদুল ইসলাম
যুব প্রশিক্ষণ কেন্দ্রর ৩ মাস মেয়াদি প্রশিক্ষনার্থীদের বিদায় ও সনদ বিতরন
১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
