সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

আমতলীতে চুরির প্রস্তুতিকালে চোর চক্রে আটক ৩

উপজেলা প্রতিনিধি, আমতলী

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

আমতলীতে চুরির প্রস্তুতিকালে চোর চক্রে আটক ৩



চোরচক্রের চুরির প্রস্তুতিকালে আটক হন তিনজন। পুলিশ ও স্থানীয় জনতা তাদের আটক করেন। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামে।

জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের এক বাড়িতে সঙ্ঘবদ্ধ চোর চক্র চুরির প্রস্তুতি নিচ্ছিল। চক্রটি ভিতরে প্রবেশ করতে বাসার ছাদে উঠে কাটারযন্ত্র দিয়ে দরজা কাঁটতেছিল। এ সময় বাড়ীর মালিক তা টের পেয়ে যায় এবং মোবাইল ফোনে গ্রামবাসীদের ডেকে তুলেন। সাথে পুলিশকেও খবর পাঠিয়েছেন বলে জানান তিনি। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় চোর চক্রের তিন সদস্যকে আটক করেন তারা। সাথে তাদের বয়বহৃত পিকআপ, কাটার, হ্যান্ডেল, প্লাস ও ক্রশিন তৈল জব্দ করা হয়। আটককৃত তিনজনের মধ্যে রয়েছে জুয়েল, রুবেল ও সাইফুল ইসলাম।

এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাড়ীর মালিক মোঃ জহির গাজী বলেন, সংঙ্গবদ্ধ চোর চক্রটি আমার ঘরে প্রবেশ করতে ছাদে উঠে কাটার দিয়ে দরজা কাটতেছিল। আমি তা টের পেয়ে যাই এবং মোবাইল ফোনে গ্রামবাসী এবং পুলিশ খবর দেই।

আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, চোর চক্রের ব্যবহৃত পিকআপ গাড়ী, একটি কাটার, প্লাস, দুইটি হ্যান্ডেল ও এক লিটার ক্রশিন তৈল জব্দ করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু সালেহ মুসা