ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বোনকে টিকা দিতে গিয়ে কয়েকজন বখাটে ছেলেদের হাতে হামলার শিকারে আহত হয়েছেন জিসান(২১)নামের যুবক।
আহত জিসান ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মৃত মামুন হোসেনের পুত্র।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে
টিকা নিতে আসা শিক্ষার্থী একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ প্রেপারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।জিসান সম্পর্কে মেয়েটির খালাতো ভাই হয়। ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে আটক করেছে।
আটককৃতরা হলেন ভোলা পৌর ২নং ওয়ার্ডের আমিন পিন্টুর ছেলে মো. আলিফ ও রাকিব হোসেনের ছেলে মো. শুভ।
আহত জিসান সাংবাদিকদের জানান, সকাল ৯ টার দিকে তাঁর খালাতো বোন জান্নাতুল মাওয়াকে টিকা দিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। জান্নাত টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় জিসান পাশে দাঁড়ানো ছিল। একপর্যায়ে কয়েকজন বখাটে তাকে মাঠের পাশে নিয়ে ইট দিয়ে সঝোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। এবং সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় এক যুবক তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে জিসান বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৭ জন কিশোরের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মেয়েদের টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে।বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ মহিউদ্দিন ভোলা
ভোলায় বোনকে টিকা দিতে গিয়ে হামলার শিকার ভাই, আটক ২
১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
