নীলফামারীর ডোমারে পশ্চিম কলেজপাড়া যুব সংঘের আয়োজনে রাত্রিকালীন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ই ফেব্রুয়ারী) রাত ৯টায় পশ্চিম কলেজপাড়া ভলিবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দেবীগঞ্জ পৌরসভার মেয়র মো. আবু বকর সিদ্দিক (আবু)।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান জুয়েল, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনজিলুর রহমান মঞ্জু প্রমুখ।
ফাইনাল ম্যাচে পরস্পর মুখোমুখি অংশগ্রহণ করে দেবীগঞ্জ ভলিবল দল বনাম পশ্চিম কলেজপাড়া স্বাগতিক ভলিবল দল। এতে দেবীগঞ্জকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডোমারের পশ্চিম কলেজপাড়া স্বাগতিক ভলিবল দল।
পত্রিকা একাত্তর/রিশাদ
ডোমারে নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
