দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন হালিমা খাতুন (৫৫), স্বামী মুজিবুর রহমান, গ্রাম উৎরাইল শরবাতপাড়া; হানিফ গাড়ির সুপারভাইজার মোঃ আব্দুল জলিল (৫০) পিতা-মৃত আজিম উদ্দিন গ্রাম বিজুল থানা বিরামপুর ।
এই দূর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ শনিবার ভোর রাতে চিরির বন্দর উপজেলার মোহনপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এই দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রীজের পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ভিতর থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও প্রায় ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারনে এই দূর্ঘটনা ঘটেছে।
পত্রিকা একাত্তর/ মোঃ আরমান হোসেন
চিরিরবন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ নিহত ২
১২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
