কক্সবাজার শহরের ত্রাস সৃষ্টিকারি ১৯ টি মামলার এজহার ভুক্ত আসামী আবছার বাহিনীর প্রধান আবছারকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি এক অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়েছে।
১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০.১৫ মিনিটের দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
শহর পুলিশ সূত্রে জানা যায় যে, মোঃ নুরুল আবছার (২৭), পিতা রশিদ ড্রাইভার, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার বিরুদ্ধে মারামারির মামলা ০৪টি, অস্ত্র মামলা ০২ টি, দ্রুত বিচার ০১ টি, দস্যুতা মামলা ০২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯ (উনিশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ এফ.করিম
পুলিশ ফাঁড়ির অভিযানে আবছার বাহিনীর প্রধান আবছার গ্রেফতার
১১ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
