সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানসহ অর্ধ শতাধিক জনের নামে মামলা!

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানসহ অর্ধ  শতাধিক জনের নামে মামলা!
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
গ্রেফতারকৃত শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

বুধবার রাতে শ্যামনগর থানার উপ-পরিদর্শক নুর কামাল বাদী হয়ে (মামলা নং ০৯) এই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় একই দিন সকালে গ্রেফতার হওয়া চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ১৮ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, পরোয়ানাভুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার করার সময়ে আসামিরা পুলিশের উপর হামলা করে। এসময় কনস্টেবল রিপনসহ চার পুলিশ সদস্য আহত হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অপরদিকে ইউনিয়নবাসী ও ঘটনাস্থলে রাস্তার পাশের কিছু বাড়ির মহিলারা জানান হঠাৎ বাঁচাও বাঁচাও আমাকে ছেঁড়ে দাও এমন শব্দ শুনতে পেয়ে দুপুর ১২টার দিকে পুরুষ মানুষেরা মাঠের কাজে ব্যস্ত থাকায়   স্থানীয় কিছু সংখ্যক মহিলার ছুটে এসে দেখে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে মাটিতে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রচুর মারধর করছে এবং  এমতাবস্থায় মহিলারা এসে অনেক অনুরোধ করার পরে ও মারতে থাকায় সকল মহিলারা মিলে চেয়ারম্যান কে বাঁচাতে প্রতিরোধ করে ঘটনাস্থলে পুলিশ ক্ষিপ্ত হয়ে মহিলাদের পরে লাটি চার্জ করে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে দ্রুত থানায় নিয়ে যান।
উল্লেখ্য, শেখ আব্দুর রহিমের পরিবার হতে জানান প্রতি দিনের মতো তার নিজ বাসা হতে বুধবার সকালে কৈখালী ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে পুলিশ গ্রেফতার করে এবং পাশবিক নির্যাতন চালিয়ে জেলা কারাগারে প্রেরণ করে, এছাড়া শেখ আব্দুর রহিম অর্ধশতাধিক মামলার আসামি হয়েও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি টানা দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হন।
পত্রিকা একাত্তর/ মোঃ আলফাত হাসান