দিনাজপুরে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় কবলে পড়ে জনতার হাতে ধরা খেয়ে গনপিটুনিতে প্রাণ হারিয়েছে বাটুল নামে কুখ্যাত এক মোটর সাইকেল চোর। দিনাজপুর জেলা মোটর সাইকেল চোর হিসেবে তার পরিচিতি রয়েছে তার। চিকিৎসাধীন অবস্থায় গেল বুধবার মধ্যরাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে । নিহত বাটুলের আসল নাম রবিউল ইসলাম রানা। সে দিনাজপুরের খানাসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক নুর আলম জানান, গেল বুধবার সন্ধ্যার আগে জেলা সদরের সুন্দরবন ইউনিয়নের নতুন বাজারে একটি মোটর সাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। চাকাইবাজার নামক আরেকটি হাটে পৌছে দুর্ঘটনার কবলে পড়ে সে। এসময় তাকে গন ধোলাই দেয় স্থানীয়রা। খবরপেয়ে সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন তারা। রাত পৌনে ৩টার দিকে প্রাণ হারায় বাটুল। বিকেলে ময়না তদন্ত শেষে স্ত্রী এবং তার ভাইয়ের কাছে লাশ হস্থান্তর করা হবে।
পত্রিকা একাত্তর/ রায়হান কবির
মোটর সাইকেল চোর গণপিটুনিতে নিহত।
১০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
