সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় নীলফামারীর ডোমারে ‘জাতীয় ইমাম সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদের হলরুমে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন এর ডোমার উপজেলার আয়োজনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম. জাকিউজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দিন হোসাইনী, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান সহ ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
ইমাম সম্মেলনে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, মুখে মাস্ক পরিধান, কোভিড-১৯ টিকা গ্রহন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলা, মিথ্যা গুজব প্রতিহত এবং দেশের সার্বিক উন্নয়নে ইমামদের দায়িত্বশীল ভুমিকা পালনের অনুরোধ জানানো হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমারে ‘জাতীয় ইমাম সম্মেলন’ অনুষ্ঠিত
১০ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
