এ সময়ে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হোসেন (উপ সচিব), উপ-পরিচালক স্হানীয় সরকার, জেলা প্রশাসনের কার্যালয়, খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরি তাসমিন উর্মি, এসিএলজি কেএমএসএস খুলনা; জনাব শ্যামল কুমার রায়, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, এলজিএসপি-৩, খুলনা ও সাতক্ষীরা জেলা; জনাব আফরোজা আক্তার মঞ্জু নির্বাহী পরিচালক, কেএমএসএস, খুলনা; কাজী বাবর আলী প্রজকক্ট কো-অর্ডিনেটর ইপিআর প্রকল্প, কেএমএসএস, খুলনা।
শামীমা পারভীন প্রজেক্ট অফিসার ও শফিকুল ইসলাম মনিটারিং অফিসার ইপিআর প্রকল্প, কপএমএসএস, খুলনার উপস্হাপনায় অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার (সকল ইউনিয়ন) স্হানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম