পরিবারের ফজলু ছাড়া উপার্জন করার মত কেউ নাই। এর আগে চিকিৎসা করাতে গিয়ে ছোট ঘরটি একজনের কাছে বিক্রি করে ডাক্তার দেখায়। টাকার অভাবে আর ডাক্তারের কাছে যেতে পারেনি ফজলু। ক্যান্সার আক্রান্ত হয়ে বাড়িতে অনেক দিন যাবৎ ভুগছে। টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত ফজলু।
হয়তবা আপনার একটু সাহায্যর জন্য চিকিৎসা করাতে পারবে ক্যান্সার আক্রান্ত ফজলু।পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই দেশের বিত্তবানদের কাছে ফজলুকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তার পরিবার। পরিবারের ফোন নাম্বার ০১৭৮৫৩৩৬৩০০ দেওয়া হল। নাম্বারটি পার্সোনাল বিকাশ করা।
পত্রিকা একাত্তর/ বাশার