ডোমারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্বামী করোনায় আক্রান্ত
৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন।
সোমবার (৭ই ফেব্রুয়ারী) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও তার স্বামী দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্তের ব্যাপারটি নিশ্চিত করে জানান, তাদের শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসক কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করলে দ্রুত সুস্থ্য হয়ে ফিরবেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ