গত ০৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ ২২:০৫ ঘটিকা হইতে ২৩:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে হেলমেটের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আনুমানিক ১৫,৩৮,৪০০/- (পনের লক্ষ আটত্রিশ হাজার চারশত) টাকা মূল্যের ৫,১২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনির (৩৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৩,৫৯০/- (তিন হাজার পাঁচশত নব্বই) টাকা জব্দ করা হয়।
পত্রিকা একাত্তর/ মোঃ আল আমিন