ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রামু সরকারি কলেজ শ্রীশ্রী বাণী অর্চনা সম্পন্ন।
৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

প্রতি বছরের ন্যায় এই বছরও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কক্সবাজার রামু সরকারি কলেজ প্রাঙ্গনে মহাআড়ম্বরে শ্রী শ্রী বাণী অর্চনা -২০২২ অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এই বারের পূজোতেও নতুন মাত্রা যোগ করেছে। পূজোর নিয়ম রীতি অনুয়ায়ী সকাল দশটায় মাঙ্গলিক কার্য, এগারটায় মায়ের চরনে পুষ্পাঞ্জলি নিবেদন এবং দুপুর ১টা থেকে প্রসাদ বিতরণ করা হয়। এর পরপরই কলেজ ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হক, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, প্রভাষক দিবস বৈদ্য,প্রভাষক মানষী বড়ুয়া ধর্মীয় গুরু সজল ব্রাম্মণ ও ছাত্র ছাত্রী বৃন্দ।
রবিবার দুপুর সাড়ে ৩টায় কলেজ ছাত্রছাত্রীদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণে কক্সবাজার সমুদ্রসৈকত লাবনী পয়েন্টে শ্রী শ্রী সরস্বতী মায়ের বির্সজনের মাধ্যমে বাণী অর্চনার সফল সমাপ্তি করা হয়।।
পত্রিকা একাত্তর/ সাগর দে